ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘গ্ল্যামারাস’ কারিনাকেই পছন্দ শর্মিলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
‘গ্ল্যামারাস’ কারিনাকেই পছন্দ শর্মিলার শর্মিলা ঠাকুর ও কারিনা কাপুর খান

বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং কারিনা কাপুরের শ্বাশুড়ি শর্মিলা ঠাকুর। পতৌদি বাড়ির বউ হওয়ার পর থেকে শ্বাশুড়ির সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই চলছে কারিনার।

না হলে কি আর ছেলের বউকে মোহনীয় এবং লাস্যময়ী রূপে দেখতে চান প্রবীণ এ অভিনেত্রী?  

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, তার শ্বাশুড়ি ছবিতে তাকে ‘গ্ল্যামারাস’ চরিত্রেই দেখতে পছন্দ করেন।

কারিনা এ সম্পর্কে জানান, ‘তিনি (শর্মিলা ঠাকুর) আমাকে গ্ল্যামারাস চরিত্রেই বেশি পছন্দ করেন। ‘দাবাং টু’ ছবিতে ‘ফেভিকল’ গানটিতে তিনি আমাকে খুব পছন্দ করেছিলেন। কেননা তিনি নাচ এবং গান পছন্দ করেন। আর তাই তিনি আমাকে বলেছেন, সব সময় মোহনীয় ও আকর্ষণীয় থাকতে। ’

৩৪ বছর বয়সী এই অভিনেতী আরও জানান, ‘আমি নাকি বিয়ের পরে আরও মোহনীয় হয়ে গিয়েছি এমনটাই জানিয়েছেন তিনি। আর আমি মনে করি এটি আমার জন্য বড় ধরনের প্রশংসা। ’

কারিনার এখন ব্যস্ত সময় পার করছেন তার পরবর্তী ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’-এর প্রচারণার কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমান খান। আসন্ন ঈদে ‍মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।