ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রোকেয়া প্রাচীর 'উদয়ের পথে' বৃহস্পতিবার বিটিভিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
রোকেয়া প্রাচীর 'উদয়ের পথে' বৃহস্পতিবার বিটিভিতে

ঢাকা: রোকেয়া প্রাচী অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক ‘উদয়ের পথে’ বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে।

একাত্তরে কিশোরগঞ্জের সিলকির চরে পাক হানাদারদের দোসর রাজাকার-আলবদরদের নির্যাতনের কাহিনী নিয়ে নির্মিত এক ঘণ্টার এ নাটকে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মায়া ঘোষ, নার্গিস আক্তার ও রাত্রি।

   

নাটকটির কাহিনী, নাট্যরূপ ও পরিচালনা করেছেন সঞ্জিব দাস।

পরিচালক সঞ্জিব দাস বাংলানিউজকে জানান, নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের নারী নির্যাতন ও ঘৃণ্য নৃশংসতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।