ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষমতাশালী রানী শ্রীদেবী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ক্ষমতাশালী রানী শ্রীদেবী! শ্রীদেবী

দুই দশক পর তামিল ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। চিম্বু দেবেন পরিচালিত এই ছবির নাম ‘পুলি’।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ‘পুলি’তে শ্রীদেবী হাজির হচ্ছেন ক্ষমতাশালী রানী হিসেবে।

এতে শ্রীদেবীর সহশিল্পী হিসেবে রয়েছেন তামিল অভিনেতা বিজয়, সুদীপ, শ্রুতি হাসান, হানসিকা মোতওয়ানি।

২১ জুন ইউটিউবে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এরইমধ্যে ৩২ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে এটির দর্শক সংখ্যা। গল্প এবং নির্মাণে হডিউডি ছবি ‘গ্ল্যাডিয়েটর’-কেই অনুসরণ করেছেন পরিচালক।

গত বছরের নভেম্বরে ‘পুলি’র দৃশ্যধারণ শুরু হয়। ছবিটি কবে মুক্তি পাবে, সেটি এখনও জানা যায়নি।

‘পুলি’ ছবির টিজার:
 

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।