ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের পর আট দেশে ‘অগ্নি-২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ঈদের পর আট দেশে ‘অগ্নি-২’

শুরু থেকেই ‘অগ্নি-২’ ছবিটিকে ঘিরে বিস্তর পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শুধু দেশেই নয়, প্রবাসী দর্শকদের কাছেও এটি পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

ঈদের পর ১৪ আগস্ট বিশ্বের আটটি দেশে মুক্তি পাবে ‘অগ্নি-২’।

দেশগুলো হলো ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্র। জানা গেছে, এ সংখ্যা পরে আরও বাড়তে পারে। চীনে চায়না ভাষায় ও মালয়েশিয়াতে মালয় ভাষায় রূপান্তর করেই মুক্তি পাবে ছবিটি।

এই দেশগুলোতে ভ্রমণও করবেন এর অভিনয়শিল্পী মাহিয়া মাহি, ওম এবং পরিচালক ইফতেখার চৌধুরী। তারা অংশ নেবেন প্রিমিয়ার ও প্রচারণামূলক কার্যক্রমগুলোতে।

তবে বাংলাদেশি দর্শকদেরকে ছবিটি দেখার জন্য ১৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই এবারের রোজার ঈদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘অগ্নি ২’।

* ‘অগ্নি ২’ ছবির ‘আল্লাহ জানে’ গানের ভিডিও :


* ‘অগ্নি ২’ ছবির ‘ম্যাজিক মামনি’ গানের ভিডিও :


* ‘অগ্নি ২’ ছবির ‘একখান চুমু’ গানের ভিডিও :




বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।