ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ-কাজলের সেই দৃশ্যের পুনরাবৃত্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
শাহরুখ-কাজলের সেই দৃশ্যের পুনরাবৃত্তি

ছেড়ে দিয়েছে রেলগাড়ি। আশা নিয়ে দরজায় দাঁড়িয়ে শাহরুখ খান।

বাবার অনুমতি পেয়ে অবশেষে দৌড়ে শুরু করলেন কাজল। হাত বাড়িয়ে তাকে ওঠালেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সেই জাদুময় দৃশ্যটা কি ভোলা যায়! বলিউডের জনপ্রিয় এই জুটি আবার ফিরে আসছেন একফ্রেমে। ‘দিলওয়ালে’ নামের ছবিটিতেও থাকছে তেমন দৃশ্য।

এই দৃশ্যের মাধ্যমে দর্শকদেরকে নস্টালজিয়ায় ভোগানোর পরিকল্পনা করেছেন পরিচালক রোহিত শেঠি। তবে এবার ট্রেন নয়, দৌড়ে আসা কাজলকে ট্রামে তুলছেন শাহরুখ, এমন দৃশ্য দেখা যাবে।

এখন ‘দিলওয়ালে’ বাহিনী আছে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়। দৃশ্যটির কাজ হবে লায়ন্স ব্রিজে। ছবিটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি স্যানন। এটি মুক্তি পাবে চলতি বছরের ১৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।