ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চলে গেলেন রানু দাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
চলে গেলেন রানু দাশ রানু দাশ

চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনয়শিল্পী রানু দাশ আর নেই। গত ২২ জুন বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরদিন যশোরে গ্রামের বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন রানু। কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দশ লাখ টাকা অনুদান পেয়েছিলেন তিনি। কিন্তু সঠিকভাবে সুচিকিৎসার আগেই চিরবিদায় নিলেন তিনি। ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘খোঁজ খবর’, ‘সোনার সংসার’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন রানু।



বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।