ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে শাহরুখ-সালমান সংঘর্ষ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
ঈদে শাহরুখ-সালমান সংঘর্ষ! (বাঁ থেকে) সালমান খান ও শাহরুখ খান

শাহরুখ খান ও সালমান খানের সম্পর্কটা বন্ধুসুলভ হয়ে উঠেছিলো। কিন্তু বেশিদিন আর হয়তো সেটা টিকছে না।

আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে দু’জনের ছবি। তাই সংঘর্ষ অবধারিত।

গত ২৩ জুন যশরাজ ফিল্মস ঘোষণা করে, সালমানের ‘সুলতান’ মুক্তি পাবে ২০১৬ সালের ঈদে। একই উৎসবে শাহরুখের ‘রায়ীস’ মুক্তি পাওয়ার কথা শোনা গেছে। তবে ধারণা করা হচ্ছিলো, খান খান দ্বৈরথ এড়াতে পিছিয়ে যাবেন যে কোনো একজন। কিন্তু ‘রায়ীস’-এর প্রযোজক রিতেশ সিধওয়ানি টুইটারে জানিয়ে দিলেন, ঈদেই আসবে শাহরুখের ছবি।

ব্যক্তিজীবনে গত দুই বছর ইফতার পার্টিতে কোলাকুলি ঠিক করেছেন, কিন্তু পেশাদারি ময়দানে তাদের একটা দ্বৈরথ থাকেই। আগামী ঈদে তা মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে!

এবারই প্রথম নয়, ২০০৬ সালের দিওয়ালিতে শাহরুখের ‘ডন’ আর সালমানের ‘জানেমান’ মুক্তি পেয়েছিলো একসঙ্গে। মজার বিষয় হলো, ‘ডন’-এর অন্যতম প্রযোজক ছিলেন রিতেশ সিধওয়ানি।

সাধারণত সালমান ঈদে, শাহরুখ দিওয়ালিতে আর আমির খান বড়দিনে ছবি মুক্তি দিয়ে থাকেন। কিন্তু এ বছর থেকে চিত্রটা পাল্টাচ্ছে। বড়দিনে আসবে শাহরুখের ‘দিলওয়ালে’।

বাংলাদেশ সময় : ২১৫২ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।