ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রিয়াঙ্কা ও পরিণীতির কাছে মানারা যা শিখলেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
প্রিয়াঙ্কা ও পরিণীতির কাছে মানারা যা শিখলেন

প্রিয়াঙ্কা ও পরিণীতির পর চোপড়া বংশের আরেক মেয়ে মানারা গত বছর ‘জিদ’ ছবির মাধ্যমে বলিউডে এসেছেন। এর আগে তামিল ছবিতেই দেখা গিয়েছিলো তাকে।

সম্প্রতি দক্ষিণ ভারতের ও হিন্দি একটি করে ছবি হাতে পেয়েছেন এই ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।

তারা তিনজনই সম্পর্কে চাচাত বোন। নিজের নতুন ছবি দুটি নিয়ে মুখ না খুললেও দুই বোনের কাছ থেকে অনেক কিছু শেখার কথা জানিয়েছেন মানারা। তার কথায়, ‘কীভাবে বলিউডে নিজেকে তুলে ধরতে হয়, কীভাবে তারকাদের সঙ্গে মিশতে হয়; সেসব বিষয়ে ওদের কাছ থেকে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। নিজেরা তো প্রতিষ্ঠিত হয়েছেই, আমাকেও প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে ইতিমধ্যে ওরা অনেক সহযোগিতা করেছে। ’

প্রিয়াঙ্কা ও পরিণীতির কাছ থেকে তালিম পেয়ে কী মনে হচ্ছে মানারার? এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিশ্রম। সঙ্গে ভাগ্য যদি সহায় থাকে তাহলেই সাফল্য আসবে।

বাংলাদেশ সময় : ২১৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।