ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কাশ্মীরে টিভি বিতরণ করবেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
কাশ্মীরে টিভি বিতরণ করবেন সালমান সালমান খান

ভক্তদের কতটুকু ভালোবাসেন ত‍ার প্রমাণ বারবারই দিয়ে এসেছেন সালমান খান। আরও একবার তার প্রমাণ দিলেন ভক্তদের মনের আশা পূরণ করে।



সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাশ্মীরের কয়েকটি পরিবারকে টিভি সেট উপহার দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

কিছুদিন আগে ‘বজরঙ্গী ভাইজান’-এর শুটিং করতে কাশ্মীরে যান বলিউডের এই সুপারস্টার। তখন তিনি জানতে পারেন, ওখানে সকলেই বলিউড ছবি ভালোবাসে কিন্তু সিনেমা হল এবং টিভি না থাকায় তারা ছবি দেখতে পারেন না। এমনকি ওইখানে এমনও অনেক পরিবার রয়েছে, যাদের একটি টিভি কেনার সামর্থ নেই। এরপর তিনি সেই পরিবারগুলোকে একটি করে টিভি সেট উপহার দেয়ার সিদ্ধান্ত নেন।

সালমান এখন ব্যস্ত সময় পার করছেন ‘বজরঙ্গী ভাইজান’এর প্রচারণার কাজ নিয়ে। এতে তার সাশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান। ছবিটি মুক্তি পাবে আসন্ন ‌ঈদে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।