ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অন্যের সুর-সংগীতে আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
অন্যের সুর-সংগীতে আইয়ুব বাচ্চু ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইয়ুব বাচ্চু সাধারণত নিজের সুর-সংগীতেই গেয়ে থাকেন। প্রায় ৯ বছর পর অন্যের সুর-সংগীতে গাইলেন তিনি।

‘ছায়াশরীরী’ শিরোনামের গানটি সুর করেছেন জিয়া খান, সংগীতায়োজনে চিরকুট ব্যান্ডের পাভেল। এর কথা লিখেছেন এম এস রানা। এবারের রোজার ঈদ উপলক্ষে একটি মিশ্র অ্যালবামে থাকছে গানটি।

নতুন গানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘দীর্ঘদিন অন্যের সুর-সংগীতে গাই না, গাওয়ার ইচ্ছাও নেই। প্রায় ৯ বছর পর অন্যের সুর-সংগীতে গানটি গাইলাম জিয়ার প্রতি আমার ব্যক্তিগত ভালোলাগার জন্য। ওর দীর্ঘদিনের চাওয়া এবং অভিমান তো ছিলোই, তাছাড়া গানের কথাগুলো আমাকে ভীষণ টেনেছে। ’

গীতিকার এমএস রানা বলেন, ‘দীর্ঘদিন পর অন্যের সুর-সংগীতে গাইছেন বলে বাচ্চু ভাই নিজেই বেশ পরখ করে নিয়েছেন গানটি। সবাই মিলে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। ’

নাম চূড়ান্ত না হওয়া মিশ্র অ্যালবামটিতে আরও গেয়েছেন বালাম, কুনাল, জিয়া খান-সহ অনেকে। এ ছাড়া ভারতের দু’জন শিল্পীরও গাওয়ার কথা রয়েছে।



বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।