ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছোটকাকুর ঈদ উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছোটকাকুর ঈদ উপহার

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আবার হাজির ছোটকাকু অর্থাৎ নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তিনি তুলে দিলেন টি-শার্ট ও খাবার সামগ্রী।

গত ২৬ জুন দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হয় এই বিতরণ কর্মসূচি।

এখানে আরও ছিলেন ছোটকাকু চরিত্রের স্রষ্টা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী এস আই টুটুল, ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান মোহন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, অভিনেতা শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ সিরিজের এবারের গল্প ‘রাগ করে রাঙামাটি’। ৮ পর্বের নাটকটি এবারও চ্যানেল আইয়ের পর্দায় চাঁদরাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে। এবারও যথারীতি ছোটকাকু চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন।



বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।