ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হৃদয় যে গানে শুধু্ই গায়ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
হৃদয় যে গানে শুধু্ই গায়ক হৃদয় খান/ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘চাই না মেয়ে তুমি অন্য কারও হও’- এই এক গানের সুবাদে সংগীতাঙ্গনে রাতারাতি পরিচিতি পেয়ে যান হৃদয় খান। এরপর তিনি নিজে তো বটেই,  অন্য অনেকেই তার সুরে গেয়েছেন।

এবার হলো ব্যতিক্রম ঘটনা।

অন্যের সুর-সংগীতে চলচ্চিত্রের জন্য গাইলেন হৃদয়। সাফিফউদ্দিন সাফি পরিচালিত ‘মিস কল’ ছবিতে থাকবে এটি। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলি ইমন। আজ শনিবার (২৭ জুন) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়।

গানটির কথা এমন- ‘দেখছি চেয়ে চেয়ে তোমাকে যতো/স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি ততো/তোমারই ভাবনায়, যায় দিন রাত যায়/আমার এই কবি মন, তোমাকে চায় কবিতায়/এসো না হৃদয়ে যেকেছি তোমায়/দেখো না তোমাকে রেখেছি কোথায়। ’

হৃদয় বাংলানিউজকে বলেছেন, ‘অন্যের সুরে গাওয়াটা অবশ্যই আমার জন্য মজার ব্যাপার। কারণ সবসময় নিজের সুরে গান করি। কবির বকুল ও শওকত আলি ইমন দু’জনই আমার পছন্দের মানুষ। তাদের জন্যই গানটি গাইলাম। নতুন একটা অভিজ্ঞতা হলো। ’



বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।