ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহীদের বিয়েতে তার সব নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
শহীদের বিয়েতে তার সব নায়িকা (বাঁ থেকে) কারিনা কাপুর খান, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া ও শহীদ কাপুর

জুলাই ঘনিয়ে এসেছে, তাই বিয়ের মেজাজে আছেন শহীদ কাপুর। তার ও হবু কনে মীরা রাজপুতের পরিবারের সদস্যরাই শুধু বিয়েতে থাকবেন, এটা কে না জানে! বাকি খবরগুলো আসছে একে একে।



জানা গেছে, আগামী ১২ জুলাই মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। এখানে নিজের অভিনীত সব ছবির নায়িকাকে নেমন্তন্ন পাঠাচ্ছেন শহীদ। পর্দায় যাদের সঙ্গে প্রেম করে বেড়িয়েছেন, তাদের প্রত্যেককে মীরার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ৩৪ বছর বয়সী এই অভিনেতা।

ক্যারিয়ারে পথচলার সঙ্গীদের আশীর্বাদ নিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে চান শহীদ। তার নায়িকাদের মধ্যে কারিনা কাপুর খান, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়া আর সোনাক্ষী সিনহাও থাকছেন। তাদের মধ্যে বেবো (কারিনার ডাকনাম) তো তার প্রেমিকা ছিলেনই, বাকিদের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিলো বলে গুঞ্জন রয়েছে।

বাংলাদেশ সময় : ১৩১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।