ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ইভা রহমানের ‘মনের শহর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ইভা রহমানের ‘মনের শহর’ ইভা রহমান

ইভা রহমান প্রতি বছরই একক অ্যালবাম বের করছিলেন। তবে গত দুই বছর সেটা দেখা যায়নি।

অবশ্য এবারের ঈদে ঠিকই নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। এর নাম ‘মনের শহর’।

এটি তার ২৪তম একক অ্যালবাম। এতে গান থাকছে মোট ১০টি। সবটার সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। এগুলোর কথা লিখেছেন কবির বকুল, এইচ এম ইসমাইল, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন প্রমুখ।

এদিকে এটিএন বাংলার ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে এ অ্যালবামের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মনের শহর’। এগুলোর চিত্রায়ন হয়েছে সিলেট, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশ-বিদেশের মনোরম স্থানে।



বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।