ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া যুগল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া যুগল

টেলর সুইফট ও ক্যালভিন হ্যারিসের মন দেওয়া-নেওয়া ভালোই চলছে। দু’জনের জন্য সুখবর, তারাই এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া যুগল।

ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস এ তথ্য প্রকাশ করেছে।

পিপল ম্যাগাজিনের দেওয়া তথ্যানুযায়ী, মার্কিন গায়িকা সুইফট ও তার প্রেমিক ক্যালভিনের সম্মিলিত পারিশ্রমিকের পরিমাণ ১৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ফলে তারা টপকে গেছেন বিয়ন্সে-জে-জি দম্পতিকে। তারা পেয়েছেন ১১ কোটি ৫ লাখ ডলার।

শুধু অ্যালবাম বিক্রি কিংবা সংগীত সফরই নয়, বিজ্ঞাপনী চুক্তি থেকেও এসেছে সুইফটের সম্মানী। এর মধ্যে আছে কেডস, ডায়েট কোক ও সনির প্রচারণা। অন্যদিকে ক্যালভিন মডেল হয়েছেন এম্পোরিও আরমানি এবং সল রিপাবলিক হেডফোনের। এ ছাড়া লাস ভেগাসে নাইটক্লাবে তিন বছর সংগীত পরিবেশনের চুক্তি করেছেন তিনি। গত বছর তার ‘মোশন’ অ্যালবামটিও ভালো চলেছে।

তালিকার তিন নম্বরে আছেন ব্লেক শেলটন ও মিরান্ডা ল্যাম্বার্ট দম্পতি। তাদের পারিশ্রমিক ৫ কোটি ৭০ লাখ ডলার। লক্ষণীয় বিষয় হলো, সুইফট ও ক্যালভিন ছাড়া বাকিরা সবাই বিয়ের বন্ধনে জড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।