ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

যাদুর শহরে আবু হেনা রনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
যাদুর শহরে আবু হেনা রনি মোটরসাইকেলে আবু হেনা রনি

আবু হেনা রনি মানুষকে হাসান। সম্প্রতি তিনি ঢাকার এ-গলি ও-গলি ঘুরে ঘুরে দেখেছেন বিচিত্র রকমের মানুষ ও তাদের পেশা।

কেউ রাস্তায় গান শুনিয়ে পণ্য বিক্রি করছেন। কারও আয় হচ্ছে রাস্তায় জাদু দেখিয়ে। পাখি ও মানুষের মাধ্যমে ভাগ্যগণনা আর অভিনব ভিক্ষাবৃত্তি থেকেও আসছে টাকা। সোহরাওয়ার্দী উদ্যানে রাতভর আড্ডা ও গানের আসরও উপভোগ করেছেন রনি।

এসব দেখা যাবে ‘যাদুর শহর’ অনুষ্ঠানে। এটি উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। থাকছে সাইক্লিং, মোটর সাইকেল রেস ও রাস্তার নাচ। তাই এখানে সাইকেল কিংবা মোটরসাইকেলে কেরামতি দেখাতে পারেন, এমন তরুণ-তরুণীদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।

বৈশাখী টেলিভিশনে আসছে রোজার ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘যাদুর শহর’। প্রযোজনায় এস আলি সোহেল।



বাংলাদেশ সময় : ১৫৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।