ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

১০ বছর পর নাচলেন ফারহানা নিশো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
১০ বছর পর নাচলেন ফারহানা নিশো ফারহানা নিশো

ফারহানা নিশো সংবাদ পাঠিকা অথবা উপস্থাপিকা হিসেবেই গত কয়েক বছর পর্দায় এসেছেন। মাঝে মধ্যে ক্যামেরার পেছনে গিয়ে দিয়েছেন নির্দেশনা।

তবে আসছে ঈদে দর্শকদের চমকে দেবেন তিনি।

দশ বছর পর নৃত্য পরিবেশন করলেন ফারহানা নিশো। ঈদের একটি অনুষ্ঠানে দেখা যাবে তার নাচ। ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের গাওয়া ‘রিমঝিম’ গানের তালে নেচেছেন তিনি। এনটিভিতে আজ রোববার (২৮ জুন) এর দৃশ্যায়ন হচ্ছে। প্রযোজনায় মোঃ নুরুজ্জামান।

ফারহানা নিশো বাংলানিউজকে বললেন, ‘দশ বছর আগে এনটিভির প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে সর্বশেষ নেচেছিলাম। কাকতালীয়ভাবে এটাও এনটিভির অনুষ্ঠান। আমি নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতনের ছাত্রী। তিনি এ অনুষ্ঠানের নৃত্য পরিচালনা করছেন। তাই কাজটি করতে রাজি হয়েছি। ’

জানা গেছে, এ অনুষ্ঠানে ফারহানা নিশোর পাশাপাশি আরও চারজন উপস্থাপিকা নৃত্য পরিবেশন করবেন। তারা হলেন (ওপরের ছবিতে বাঁ থেকে) মুনমুন, সামিয়া আফরিন, মারিয়া নূর ও ঈশিকা খান।  

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।