ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ট্যাক্সি ক্যাবে ইরেশকে তুললেন হিরা, তারপর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ট্যাক্সি ক্যাবে ইরেশকে তুললেন হিরা, তারপর? রুখসানা আলি হিরা ও ইরেশ যাকের

দেশের বাইরে থেকে ফিরেছেন ইরেশ যাকের। তার জন্য বিমানবন্দরে ট্যাক্সি ক্যাব নিয়ে অপেক্ষায় ছিলেন রুখসানা আলি হিরা।

ইরেশ ক্যাবে ওঠেন। তবে তারা একে অন্যকে চেনেন না। ধীরে ধীরে ইরেশ ফাঁদে আটকে যেতে থাকেন। হিরা আসলে ছিনতাইকারী। পথ থেকে ভাইবোন পরিচয়ে নিজের সহযোগীদের ক্যাবে ওঠাতে থাকেন তিনি। তাদের উদ্দেশ্য ইরেশের সবকিছু নিয়ে নেওয়া।

এটি একটি নাটকের গল্প। এর নাম এখনও চূড়ান্ত হয়নি। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমি। এবারের ঈদে এটি প্রচার হবে চ্যানেল নাইনে।

ছিনতাইকারী চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিরা বাংলানিউজকে বললেন, ‘চরিত্রটা মজার। এতে কাজের জন্য ট্যাক্সি ক্যাবেই বেশিরভাগ সময় থাকতে হয়েছে। ফাহমির সঙ্গে এক বছর পর কাজ করছি। ও অনেক সৃজনশীল আর আলাদা কাজ করে। ’

এদিকে এবারের ঈদে সাত পর্বের একটি ধারাবাহিকে হিরার কাজ করার কথা রয়েছে। এ ছাড়া তার হাতে আছে দুটি ধারাবাহিক। এর মধ্যে ‘লাইফ ইন অ্যা মেট্রো’র (এটিএন বাংলা) প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে। ১ জুলাই থেকে আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি।



বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।