ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নায়করাজ লাইফ সাপোর্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
নায়করাজ লাইফ সাপোর্টে নায়ক রাজ রাজ্জাক

ভালো নেই নায়করাজ রাজ্জাক। তাকে এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়েছে।

গত ২৬ জুন দুপুরের পর এখানে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন রাজ্জাক। তার ফুসফুসেও সমস্যা রয়েছে। বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বাংলানিউজকে। পাশাপাশি তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে রাজ্জাকের দেখভাল করছেন তার দুই পুত্রসন্তান বাপ্পারাজ ও সম্রাট। তার সহধর্মিণী লক্ষ্মী ছেলেদের কাছে ফোন করে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

এদিকে রাজ্জাকের লাইফ সাপোর্টে থাকার খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রাঙ্গনের অনেকেই বাপ্পা  ও সম্রাটকে ফোন করেন। কেউ কেউ হাসপাতালেও গিয়েছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
জেএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।