ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য রক্ষা নোভার, আহত রায়হান, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
অল্পের জন্য রক্ষা নোভার, আহত রায়হান, চালক নিহত নোভা ও রায়হান খান

নাট্যনির্মাতা ও চিত্রগ্রাহক রায়হান খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২৯ জুন) সকালে কুমিল্লা বিশ্বরোডে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়।

এ সময়ে গাড়িতে রায়হানের স্ত্রী টিভি অভিনেত্রী নোভাও ছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

দুর্ঘটনায় গাড়ি চালক মারা গেছেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানান নোভা। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। নোভা লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্রত্যাশা দিদি আর রায়হান অনেক আহত। দিদির দু’টো পা ভেঙে গেছে। গাড়ির চালক মারা গেছে। দোয়া করবেন যেন আমরা ঢাকায় পৌঁছাতে পারি। ’

শেষ খবর পাওয়া পর্যন্ত, কুমিল্লা থেকে তারা স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রায়হান খান ও নোভা দম্পতির এই ঘটনা অল্প সময়ে ছড়িয়ে পড়ে টিভি নাটকের কলাকুশলীদের মধ্যে। তাদের অনেকেই ফেসবুকে নোভার স্ট্যাটাসে কমেন্ট করে প্রার্থনার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।