ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শুধুই মমর নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
শুধুই মমর নাচ মম

অভিনয়ের পাশাপাশি মম বিভিন্ন অনুষ্ঠানে ও ছোট পর্দায় নেচেছেন। এবার শুধু তার নাচ নিয়েই সাজানো হচ্ছে পুরো একটি অনুষ্ঠান।

নাম ‘মমচিত্তে’। এতে থাকছে তার পাঁচটি নৃত্য।

নাচের জন্য মম বেছে নিয়েছেন বিভিন্ন ধাঁচের গান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির ‘শুন্য থেকে আসে প্রেম’ গানও রয়েছে এ তালিকায়। এ ছাড়া নজরুলসংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ আর রবীন্দ্রসংগীত ‘মমচিত্তে গীতি নৃত্যে’র তালে নেচেছেন তিনি। ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানে থাকছে তার মডার্ন ড্যান্স। একটি লোকজ গানের তালেও নাচতে দেখা যাবে তাকে।

অনুষ্ঠানটি নিয়ে মম বাংলানিউজকে বলেন, ‘এর আগে কখনও টিভিতে একক নৃত্যানুষ্ঠান করিনি। যেহেতু আমি নাচের মেয়ে, তাই নজরুল, রবীন্দ্র, ফোক,  আধুনিক- বিভিন্ন আঙ্গিক বেছে নিয়েছি। ’

আরটিভিতে এবারের রোজার ঈদের পরদিন সন্ধ্যা ৭টা ১০ প্রচার হবে ‘মমচিত্তে’। নৃত্য পরিচালনায় সোহাগ, প্রযোজনায় সোহেল রানা বিদ্যুৎ।

বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।