ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

কর্পোরেট পুঁজি বনাম স্বাধীন চলচ্চিত্র?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
কর্পোরেট পুঁজি বনাম স্বাধীন চলচ্চিত্র? (বাঁ থেকে) মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল ও মানজারে হাসীন মুরাদ

কর্পোরেট পুঁজি যেভাবে বাংলাদেশের চলচ্চিত্রে আসছে তার ফলে বাংলাদেশের বিকল্প বা স্বাধীন চলচ্চিত্রগুলোকে বাঁচিয়ে রাখার লড়াইটা বর্তমানে একটা অন্য স্তরে পৌঁছেছে। আর সে লড়াইয়ে একটা বড়ো পাথেয় হতে পারে যৌথ সিনেমা বা ফিল্ম কালেক্টিভ।



এই বিকল্প চলচ্চিত্র আন্দোলন বিষয়ে আগামী ৪ জুলাই বিকেল ৪টা বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে বিএফআইএএ ফিল্ম ক্লাবের আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এখানে বক্তৃতা দেবেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। সেমিনারের বিষয় ‘যৌথ সিনেমা: কর্পোরেট পুঁজির কালে বিকল্প সিনেমার পথ’। বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখবেন চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ এবং চলচ্চিত্র লেখক ও সমালোচক মাহমুদুল হোসেন দুলাল।

বাংলাদেশ সময় : ১৭২৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।