ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে শহীদ কাপুর

শহীদ কাপুরের বিয়ের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে, অবশেষে তার জীবনের নতুন ইনিংস শুরুর দিন চূড়ান্ত হলো। আগামী ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করবেন তিনি।

কনের শহরেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরা থাকবেন।

বর সাজানোর দায়িত্ব নিয়েছেন শহীদের ব্যক্তিগত স্টাইলিস্ট এবং কাছের বন্ধু কুনাল রাওয়াল। এখন গালভর্তি দাড়ি থাকলেও বিয়ের দিন ক্লিন শেভ করে পরিচ্ছন্ন বনেদি পোশাকে পুরুষালি সাজে সাতপাকে বাঁধা পড়বেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। সেলাই করা প্যান্টের সঙ্গে গলাবন্ধ স্যুট বা আচকান কিংবা স্লিম ফিট স্যুটেও দেখা যেতে পারে তাকে। সম্প্রতি দুবাই থেকে বেশ কিছু জুতো কিনেছেন তিনি। বিয়েতে সেগুলোই পরবেন।

শহীদের কাছের একটি সূত্র জানিয়েছে, হবু বর-কনের ইচ্ছাতে সাদামাটাভাবে স্বল্প পরিসরে হবে বিয়ের আয়োজন। কোনো ধুমধাম ব্যাপার থাকবে না। বিয়ের পর মুম্বাইয়ে হবে সংবর্ধনা অনুষ্ঠান। এখানে বলিউডের এই তারকার প্রাক্তন প্রেমিকাদের দেখা যেতে পারে।

এদিকে গ্রিসে কুমার জীবনের ইতি টানার পার্টি করার কথা থাকলেও তা বাতিল করেছেন শহীদ। ব্যস্ত সময়সূচির কারণে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে উল্লাসে মেতে ওঠা হলো না তার। এ কারণে বন্ধুরা হতাশ।

বাংলাদেশ সময় : ২৩২১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।