ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড শহীদ কাপুর

শহীদ কাপুর ও দিল্লির মেয়ে মীরা রাজপুতের মধ্যে হতে যাওয়া বিয়ে নিয়ে কয়েক মাস ধরে প্রতিনিয়ত নানান খবর বেরোচ্ছে। গত ৩০ জুন রাতে তাদের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হয়ে গেলো অনলাইনে।

অবশ্য ভক্তরা এজন্য বেশ উচ্ছ্বসিত।

আমন্ত্রণপত্রে জানা গেছে, গুরগাঁওয়ের উদ্যোগ বিহারে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শহীদ-মীরা। ওইদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে বিয়ের আয়োজন চলবে রাত ১০টা অবধি। দ্য ওবেরয় হোটেলে দুই পরিবার অংশ নেবেন নৈশভোজে।

এনডিটিভিতে দেওয়া এক সাক্ষ‍াৎকারে শহীদ বলেন, ‘আমার বিয়ের বিষয়ে অন্যরা দেখছি বেশি খবর রাখে! কেউ বলেছিলেন আমার বিয়ে হবে ১০ জুন। আবার কেউ ভেবেছে বিয়েটা হবে গ্রিসে। আমার সব ভক্তকে জানাতে চাই, ছবির খবরের মতোই বিয়ের সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। ’

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুল‍াই ১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।