ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পর্দায় ‘বাঁদী-বান্দার রূপকথা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
পর্দায় ‘বাঁদী-বান্দার রূপকথা’

আরব্য রজনীর রূপকথা কাঠুরিয়া আলীবাবা আর চল্লিশ চোরের গল্প নিয়ে সাজানো নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’ এতোদিন মঞ্চে উপভোগ করেছেন দর্শকরা। এবার এটি দেখা যাবে ছোটপর্দায়।

এটিএন বাংলায় এবারের ঈদের আগের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে।

আলীবাবা ও চল্লিশ চোরের গল্পে ছিলো কাফ্রি বান্দা আবদুল্লা আর অপরূপা সুন্দরী বাঁদী মর্জিনা। ‘বাঁদী-বান্দার রূপকথা’য় মর্জিনাই নায়িকা। এ চরিত্রে কণ্ঠ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার।

‘বাঁদী-বান্দার রূপকথা’র নৃত্য ভাবনা ও পরিচালনায় সুকল্যাণ ভট্টাচার্য। চিত্রনাট্য লিখেছেন শঙ্কর তালুকদার। প্রধান নৃত্যশিল্পী হিসেবে আছেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম হিরু, সুকল্যাণ ভট্টাচার্য, ডলি ইকবাল, সাবরিন নিসা, আবুল হাসান তপন, মোহ-তামিমুল হক তামিম, গোলাম রব্বানি ইমরান ও রানা ওয়াদুদ। গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, অন্বেষা, অরিজিত চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময় : ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।