ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচকন্যার সংলাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
পাঁচকন্যার সংলাপ মৌসুমী, জয়া আহসান, সিমলা, বিদ্যা সিনহা মিম ও মাহিয়া মাহি

মৌসুমী, জয়া আহসান, সিমলা, বিদ্যা সিনহা মিম ও মাহিয়া মাহি- রূপালি পর্দার এই পাঁচকন্যাকে নিয়ে সাজানো হলো একটি অনুষ্ঠান। নাম ‘পাঁচকন্যার সংলাপ’।

এখানে তারা নিজেদের ছবি আর ব্যক্তিজীবন নিয়ে বলেছেন।

ঈদ উপলক্ষে সংবাদ ভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন ঘুরেছে পাঁচ অভিনেত্রীর সঙ্গে। এই আয়োজন সঞ্চালনা করেছেন তুষার আবদুল্লাহ। তিনি জানান, ‘প্রতি ঈদেই ভিন্ন ভাবনা থেকে ঈদ অনুষ্ঠান তৈরির চেষ্টা করে আসছি আমরা। তারই ধারাবাহিকতায়
এবার থাকছে পাঁচকন্যার সংলাপ। ’

পাঁচজনকে নিয়ে তৈরি হয়েছে একটি করে মোট পাঁচ পর্ব। প্রতিটি পর্বের চিত্রায়ন হয়েছে স্টুডিওর বাইরে। জানা গেছে, ঈদের দিন মৌসুমী, পরদিন মাহি, তৃতীয় দিন জয়া, চতুর্থ দিন মিম এবং ঈদের পঞ্চম দিন থাকবেন সিমলা। ‘পাঁচকন্যার সংলাপ’ প্রযোজনা করেছেন সরকার মিল্টন।

বাংলাদেশ সময় : ১৫৩১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।