ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিবাহবার্ষিকীতে বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বিবাহবার্ষিকীতে বিচ্ছেদের ঘোষণা বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার

খবরটা আন্দাজ করা যাচ্ছিলো কয়েক মাস ধরে। অবশেষে গত ২৯ জুন দশম বিবাহবার্ষিকীর দিনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার।

পিপল ম্যাগাজিনকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা অনেক কিছু ভেবে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই প্রতিকূল সময়ে আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। এটা আমাদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। ’


২০০১ সালে ‘পার্ল হারবার’ ছবিতে পরিচয় হয় বেন ও গার্নারের। এর দুই বছর পর ‘ডেয়ারডেভিল’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। তারও দুই বছর পর দু’জনে বিয়ের বন্ধনে জড়ান। তাদের সংসারে আছে তিন সন্তান। তাদের বয়স তিন থেকে নয় বছরের মধ্যে। তারা হলো ভায়োলেট (৯), সেরাফিনা (৬) ও স্যামুয়েল (৩)। এখন থেকে দু’জনই যৌথভাবে ছেলেমেয়েদের দেখভাল করবেন।

৪৩ বছর বয়সী গার্নার বলেন, ‘আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আর বন্ধুত্ব বজায় থাকবে। ’ হলিউডের এই অভিনেত্রীর চেয়ে এক বছরের ছোট অস্কারজয়ী বেন এখন অভিনয় করছেন ব্যাটম্যান চরিত্রে। এর আগে তিনি জেনিফার লোপেজকে বিয়ে করেছিলেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।