ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সিং নয়, কাপুরের সঙ্গেই দীপিকাকে মানায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
সিং নয়, কাপুরের সঙ্গেই দীপিকাকে মানায়!

রণবীর-দীপিকার প্রেম নিয়ে গুঞ্জনের শেষ নেই। আসছে ফেব্রুয়ারীতে তারা আংটি বদল করবেন, এমন খবরও বেরিয়ে গেছে।

এই সময়ে এসে দীপিকা যেটা বললেন, তাতে প্রেমিক রণবীর সিংয়ের গোস্বা হতেই পারে।

দীপিকার মতে, রণবীর সিং নয়, রণবীর কাপুরের সঙ্গেই তাকে বেশি মানায়। অবশ্য তার বক্তব্যে ‘পর্দায়’ শব্দটির উল্লেখ ছিলো। কিন্তু তাতে কী! কে না জানে রণবীর কাপুর তার প্রাক্তন প্রেমিক!

ওদিকে রণবীর সিংও কিন্তু কম যান না। ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে তিনিও জানিয়ে দিলেন, পর্দায় আনুশকা শর্মার সঙ্গেই তার রসায়ন সবচেয়ে ভালো।

দু’জনের এই পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যেই চলছে ‘বাজিরাও মাস্তানি’ ছবির কাজ। এতে তারা একসঙ্গে অভিনয় করছেন। খবর হচ্ছে, ছবিতে নাকি দীপিকার সঙ্গে রণবীর সিংহের কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে!

রণবীর সিংহের জন্য এটাই সুবর্ণ সুযোগ। দীপিকার মুখ থেকে ‘পর্দায় ভালো মানায়’ প্রসঙ্গে রণবীর কাপুরের বদলে, নিজের নামটা শোনার।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।