ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘গাড়িওয়ালা’ ঘুরেছে ১৬টি দেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
‘গাড়িওয়ালা’ ঘুরেছে ১৬টি দেশ

‘গাড়িওয়ালা’ বাংলাদেশের চলচ্চিত্র। যদিও দেশেই মুক্তি পায়নি এখনও, কিন্তু এটি দেখে ফেলেছেন ১৬টি দেশের দর্শক।

ছবিটি অংশ নিয়েছে ৩৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কারও।

গত ২৩ থেকে ২৭ জুন স্পেনে হয়ে গেলো সপ্তম পিকনিক ফিল্ম ফেস্টিভ্যাল। এর প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান পেয়েছে ‘গাড়িওয়ালা’। এ নিয়ে ছবিটির ঝুলিতে যোগ হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট আটটি পুরস্কার।

ছবিটির পরিচালক আশরাফ শিশির দাবি করছেন, ‘এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দেশে ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া বাংলাদেশি ছবি’।

‘গাড়িওয়ালা’য় অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, স্যানসি ফারুক, আরজে মুকুল সহ প্রায় ৪০০ নাট্যকর্মী। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। রোজার ঈদের পর দেশে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।