ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অবশেষে মাইলসের ‘প্রতিচ্ছবি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
অবশেষে মাইলসের ‘প্রতিচ্ছবি’

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ আসি আসি করেও আসছিলো না। অবশেষে এবারের ঈদ উপলক্ষে শ্রোতাদের নাগালে আসছে এটি।



অ্যালবামে গান থাকছে মোট ৮টি। আপাতত গ্রামীণফোনে প্রকাশ হচ্ছে এগুলো। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে মাইলসের চুক্তি সই হয় আজ বৃহস্পতিবার (২ জুলাই)। এখানে ছিলেন ব্যান্ডের সব সদস্য।

মাইলসের সর্বশেষ অ্যালবাম ‘প্রতিধ্বনি’ প্রকাশিত হয় ২০০৬ সালে।

এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যাচ্ছে মাইলস। জানা গেছে, ১ আগস্ট টরন্টো, ২ আগস্ট মন্ট্রিল, ৮ আগস্ট এডমান্টনে সংগীত পরিবেশন করবেন তারা। এরপর তাদের গন্তব্য হবে আমেরিকা।

বাংলাদেশ সময় : ২২২৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।