ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

লালু-ভুলুর মাঝে মিশু চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
লালু-ভুলুর মাঝে মিশু চৌধুরী

ক্রিকেটের ময়দান থেকে এখন পর্দায় বেশ ব্যস্ত মিশু চৌধুরী। এবার তিনি অভিনয় করলেন ‘লালু-ভুলু’ নামের একটি টেলিছবিতে।

এতে প্রথমবার প্রাণ রায়ের সঙ্গে দেখা যাবে তাকে।

এতে লালু চরিত্রে আখম হাসান, বুলুর ভূমিকায়ঢ প্রাণ আর বুলুর স্ত্রী মনি চরিত্রে আছেন মিশু। এ ছাড়াও অাছেন সেলি আহসান, লাক্স তারকা তারিন, সোহেল খান।  

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন জহির বাবু।   ৩ জুলাই চ্যানেল আইয়ে ২টার সংবাদের পরে প্রচার হবে টেলিছবিটি।

এদিকে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে মিশু চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটক ‘নিলাম্বরী’।

বাংলাদেশ সময় : ২২২৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।