ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

গানের অ্যালবামে অপি করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
গানের অ্যালবামে অপি করিম অপি করিম

না, গানের অ্যালবাম বলে অপি করিম গান গেয়েছেন- এটা ধরে নেওয়ার কোনো মানে নেই। তিনি কণ্ঠ দিয়েছেন।

নেপথ্য কণ্ঠ। অপির কণ্ঠ শোনা যাবে মিশ্র অ্যালবাম ‘চলো অন্তহীন’-এ।

তবে সবটাতে নয়, সামিনা চৌধুরীর গাওয়া ‘এসো আজ ‍তুমি’ গানেই কেবল অপিকে বাচিকশিল্পী হিসেবে পাবেন শ্রোতারা। এমন কাজ তিনি যে এই প্রথম করলেন, তা নয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে ব্যবহৃত শিনা চৌহানের কণ্ঠ ছিলো তার।

‘চলো অন্তহীন’ প্রকাশ হবে ৭ জুলাই, মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে। সামিনা চৌধুরী, এলিটা, মাহাদি, শোয়েব ও অদিত গেয়েছেন গানগুলো। গীতিকার আসিফ ইকবাল, সুর-সঙ্গীত অদিতের।

‘চলো অন্তহীন’ হলো ২০০৯ সালে প্রকাশিত ‘অন্তহীন’ অ্যালবামের সিক্যুয়াল। এরও সব গান তৈরিতে কাজ করেন আসিফ ইকবাল ও অদিত।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।