ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘চাঁদের সরোবরে’ সানী জুবায়ের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
‘চাঁদের সরোবরে’ সানী জুবায়ের

সানী জুবায়ের সাধারণত নিজের সুরেই একক অ্যালবাম করেছেন। তবে তার অষ্টম একক অ্যালবাম তৈরি হয়েছে অন্যদের আয়োজনে।

নাম ‘চাঁদের সরোবরে’। গানের কথাগুলো লিখেছেন স্যামুয়েল হক। অ্যালবামটির সব গানের সুর করেছেন ফয়সাল আহমেদ, সঙ্গীতায়োজনে মেহেদী হাসান। জি-সিরিজ থেকে প্রকাশিত হলো

অ্যালবামে রয়েছে মোট ৮টি গান। এগুলোর শিরোনাম হলো- ‘চাঁদের সরোবরে’, ‘মুখটা তোমার’, ‘মন খারাপ’, ‘নিদ্রাহীন’, ‘মাগো মা’, ‘ভাসিয়ে অক‚লে’, ‘তোমার সুরে’ ও ‘চোখের জলে’।

সানী জুবায়ের বলেন, ‘অন্যদের আয়োজনে অ্যালবামটি তৈরি হলেও এখানে আমার নিজস্ব গায়নশৈলীই রয়েছে। আধুনিক কথার ওপর দেওয়া হয়েছে রাগাশ্রয়ী সুর। অ্যালবামের সঙ্গীতায়োজনেও এ সময়কে তুলে ধরা হয়েছে। ’

সানী জুবায়েরের প্রকাশিত অ্যালবামের মধ্যে আছে ‘নির্জন স্বাক্ষর’, ‘আপনা খেয়াল’, ‘অজস্র কবিতা’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘যুগলসন্ধি’ এবং ‘কেন মেঘের ছায়া’।

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।