ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দুই ভাইয়ের বিরোধ, মাঝখানে বাকরখানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
দুই ভাইয়ের বিরোধ, মাঝখানে বাকরখানি

দৃশ্যপট পুরনো ঢাকা। সওদাগর পরিবার।

বিবাহিত দুই ভাই, তাদের স্ত্রী, ছেলে-মেয়ে মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা অনেক। একই বাড়িতে তাদের বসবাস। কিন্তু দুই ভাই দু’দিকে। একজন পুরনো বাড়ি ভেঙে উঁচু ভবন ওঠাতে চায়, তো অন্যজনের শ্রদ্ধা বাপ-দাদার স্মৃতির দিকে। সারাক্ষণ তাদের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, চিৎকার, হৈচৈ।

তারপরও এই যৌথ পরিবারে আছে প্রেম, ভালোবাসা, বন্ধন, হাসি। নাট্যনির্মাতা তানিম পারভেজের দৃষ্টি দ্বন্দ্বের দিকে নয়, প্রেমের দিকে। সওদাগর পরিবারকে নিয়ে তিনি নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাকরখানি’। চিত্রনাট্য লিখেছেন তুহিন রাসেল।

গত কয়েকদিন ধরে পুরান ঢাকায় এর দৃশ্যায়ন হয়েছে। শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, শখ, ফারুক আহমেদ, সাবিলা নূর, আরফান সহ অনেকেই অভিনয় করেছেন এতে। দেশ টিভিতে এবারের রোজার ঈদে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।