ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জয়া আসছেন ‘মেসিডোনা’য়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
জয়া আসছেন ‘মেসিডোনা’য় ‘মেসি ডোনা’য় জয়া আহসান

এ খবর লিখতে গেলে গানটির কথা এসেই যায়। জয়া আহসান গেয়েছিলেন।

লাইনগুলো এখনও মনে আছে কমবেশি সবার- ‘কলিজায় সাউন্ড করছে জঙ্গলের ডাক, ডার্লিং আজ আমাকে জ্বিন-ভূতে খাক’। এতে জয়াকে দেখা গিয়েছিলো অন্যরূপে, অন্যভাবে। সবার বিস্ময় ছিলো একটাই- ‘এ কোন জয়া!’

ছবির নাম ‘পারলে ঠেকা’। কিন্তু নামের মাধ্যমে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে, ‘পারলে ঠেকা’ নিজেই ঠেকে গিয়েছিলো শেষ পর্যন্ত। ২০১২ সালের শেষ দিকে ছবিটির কাজ শুরু হয়। ২০১৫ সালে এসেও তা শেষ করতে পারেননি পরিচালক সামুরাই মারুফ।

‘পারলে ঠেকা’ আবার শুরু হচ্ছে। তবে অন্য নামে। এর নতুন নাম ‘মেসিডোনা’। এ বছরের আগস্টের শেষ দিকে নতুন করে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। সামুরাই মারুফ বাংলানিউজকে বলেন, ‘আমাদের লক্ষ্য অক্টোবর। এর মধ্যেই পুরো দৃশ্যধারণ শেষ করবো। জয়া আহসানের সঙ্গেও আমাদের কথাবার্তা চূড়ান্ত। ’

শিল্প নির্দেশক হিসেবে কয়েকটি ছবিতে কাজ করেছেন মারুফ। ‘মেসিডোনা’ হবে তার প্রথম ছবি। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।