ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হাবিবের মন ঘুমায়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
হাবিবের মন ঘুমায়!

বিষ্ফোরণের জন্য প্রস্তুত হতে বলে, হাবিব নিজেই ঘুমাতে বসবেন; তা কি হয়? বিশেষ করে যখন ঘোষণা দিয়েই ফেলেছেন ‘নতুন লুক’-এর। পরবর্তী মিউজিক ভিডিওতে নতুনভাবে হাবিবের দেখা মিলবে।

এমন বেশভূষায় তাকে নাকি আগে কখনই দেখা যায়নি!

এমন কান্ড ঘটবে ‘মন ঘুমায়রে’ গানের ভিডিওতে। ঈদ উপলক্ষে নতুন এই ভিডিওটি আনছেন হাবিব। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, ঈদের আগে নয়, বরং ক’দিন পরেই মুক্তি পাবে এটি। ঈদের আগে শুধু ট্রেলারটি দেখা যাবে।

‘মন ঘুমায়রে মন ঘুমায়রে/রঙিলা পাল তুইল্যা মন ঘুমায়রে/হাওয়ায় টানে উত্তরেতে/জলে টানে দক্ষিণে/হাওয়া জলে টানাটানি মন দ্বিধায় রে’- গানের কথা এমনই। লিখেছেন জাহিদ আহমেদ। এ গানের মাধ্যমে অনেকদিন পর লোকজ সুর কণ্ঠে তুললেন হাবিব।

যদিও ভিডিওর জন্য ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গান কিন্তু শোনা যাবে এখনই। গ্রামীণফোন ও রবি রেডিওতে প্রকাশ পেয়েছে এরইমধ্যে। ৩৩৩৩ নম্বরে ডায়াল করলেই এ দুই মুঠোফোন গ্রাহকরা শুনতে পাবেন গানটি।

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।