ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে

বিয়ের দিনক্ষণ আর ভেন্যু থেকে শুরু করে বর-কনের সাজসজ্জা, শহিদ কাপুর ও মিরা রাজপুতের বিয়ে এখন বলিউডে সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিদিনই বিয়ের খুঁটিনাটি খবরের শিরোনামে আসছে।



জানা গেছে, বিয়ের দিন অতিথিদের জয়পুরি পান পরিবেশন করা হবে। এগুলো বানাবে অনু মোবাইল পান ভান্ডার। মজার বিষয় হলো, শহিদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের বিয়েতে একই বিক্রেতা ১৫ পদের পান প্রস্তুত করেছিলেন। কারিনা ও সাইফ আলি খান দম্পতির জন্য ওই প্রতিষ্ঠান থেকে পাঠানো হয় বিশেষ উপহার বাক্স। শহিদ-মিরার বেলায়ও ব্যতিক্রম হবে না।

শহিদের বিয়েতে জাঁকালো খাবারের বাইরে থাকবে নানান স্বাদের পান। এর মধ্যে রয়েছে শুকনো ফল দিয়ে বানানো খেজুর পান, গোলাপ আর আমের সুবাস থাকা পান প্রভৃতি। চকোলেট বয় শহিদের ভক্তদের জন্য থাকবে চকোলেট, এলাচি ও নানারকম মসলা দিয়ে বানানো চকোলেট পান।

বলিউড তারকাদের মধ্যে শিল্পা শেঠি, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন, ববি দেওল অনু মোবাইল পান ভান্ডারের নিয়মিত ক্রেতা।

বাংলাদেশ সময় : ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।