ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তমার দু’হাতে মেহেদি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
তমার দু’হাতে মেহেদি তমা মির্জা

ঈদ আসতে এখনও বেশ কিছুদিন বাকি। এখনই তমা মির্জা দু’হাত ভরে মেহেদির আল্পনা এঁকেছেন।

তবে খুশিতে নয়, কাজের খাতিরে। মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গত সপ্তাহে কলকাতায় এর দৃশ্যায়ন হয়।

এটি নির্মাণ করেছেন সোনালী চ্যাটার্জি। কোরিওগ্রাফি করেছেন ভাস্কর। এর গান তৈরি করেছেন ডাব্বু। এখন বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।

এ প্রসঙ্গে তমা বললেন, ‘বিজ্ঞাপনটির ভাবনা আমার ভালো লেগেছে। এতে নাচ-গানের সমন্বয় রয়েছে। আমি ছোটবেলা থেকেই নাচতাম। কাজটি করে ভালো সাড়া পাচ্ছি। এটা আমাকে উৎসাহ দিচ্ছে। ’

এদিকে ঈদে মুক্তি পাচ্ছে তমার নতুন ছবি ‘নদীজন’। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় এতে জেলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নাচ-গানে ভরপুর নয়, বরং পাওয়া যাবে জীবনঘনিষ্ঠ গল্প। তার ভাষ্য, ‘এখন ভালো ছবির জন্য অপেক্ষা করছি। নদীজন খুবই ভালো একটি কাজ। আশা আছে, এটা আমাকে সুঅভিনেত্রী হিসেবে দর্শকমহলে পরিচিতি এনে দেবে। ’

এদিকে তমা ঈদ উপলক্ষে কয়েকটি টিভি অনুষ্ঠানে নাচে অংশ নিয়েছেন।



বাংলাদেশ সময় : ১৬৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।