ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ‘এক কাপ চা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ঈদে ‘এক কাপ চা’ ফেরদৌস ও মৌসুমী

ফেরদৌস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘এক কাপ চা’ বড় পর্দায় মুক্তি পেয়েছে গত বছরের নভেম্বরে। এবার এটি দেখা যাবে ছোট পর্দায়, ঈদ উপলক্ষে।



চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাসু চ্যাটার্জি।

ফেরদৌসের পাশাপাশি নুজহাত ফিল্মস প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ্জাক প্রমুখ। এ ছাড়া অতিথি হিসেবে আছেন শাকিব খান, হুমায়ুন ফরীদির মতো অনেক তারকা।



বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।