ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রিহান্নার গা শিউরে ওঠা মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
রিহান্নার গা শিউরে ওঠা মিউজিক ভিডিও

লোভ, উচ্ছৃঙ্খলতা, সহিংসতা, নগ্নতা, নারী নির্যাতন, বিশ্বাসঘাতকতা, খুন- রিহান্নার নতুন মিউজিক ভিডিওতে এসব নেতিবাচক দিক উঠে এসেছে একসঙ্গে। এ কারণে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।



গানটির শিরোনাম ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’। ভিডিওটি দেখে অনেকের গা শিউরে উঠেছে। অবশ্য ২৭ বছর বয়সী এই বারবাডোজের গায়িকাকে বেশ ঝলমলে লেগেছে ভিডিওজুড়ে।

ভিডিওতে রিহান্নাকেও স্বল্পবসনা হতে দেখা গেছে। গল্পে তার নেতৃত্বে এক নারীকে অপহরণ করে নির্যাতন করা হয়। স্বামীই তাকে অপহরণের ষড়যন্ত্র করেন। কিন্তু পরে ওই স্বামীকেই রিহান্না খুন করে অঢেল অর্থে বোঝাই ট্রাঙ্কে শুয়ে থাকে। এতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জেমস বন্ড সিরিজের খলনায়ক ম্যাডস মিকেলসেন।

‘বিচ বেটার হ্যাভ মাই মানি’ হলো রিয়ান্নার আগামী অ্যালবামের প্রথম সিঙ্গেল। অ্যালবামটি চলতি বছরেই বাজারে আসবে।

* ‘বিচ বেটার হ্যাভ মাই মানি’ গানের ভিডিও :



বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।