ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহিদের বিয়েতে ৫০০ অতিথি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
শহিদের বিয়েতে ৫০০ অতিথি

বিয়ে নিয়ে শুরু থেকে নিরবতা পালন করছেন শহিদ কাপুর। তবে আমন্ত্রণপত্র ও অতিথি তালিকা তৈরির মতো বিয়ের সব বিষয়ে যুক্ত আছেন তিনি।

৩৪ বছর বয়সী এই অভিনেতার বিয়ে উপলক্ষে ফিরোজা ও অফ-হোয়াইট রঙা আমন্ত্রণপত্রটি ডিজাইন করেছেন রাবিশ কাপুর। তিনি জানান, বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৫০০ অতিথিকে।

আমন্ত্রণপত্রের ময়ূর লোগো, রঙ সংমিশ্রণ, বর্ণনা ও উপহার যুক্ত করা হয়েছে শহিদের পছন্দে। উপহার বানানো হয়েছে চা ও মধুর মিশ্রণে। কারণ তার বাবা পঙ্কজ কাপুর চা-প্রেমী মানুষ। বিয়ের চেনা রঙ সোনালিকে এড়িয়ে যাওয়া হলো বলিউডের এই তারকার সিদ্ধান্তে।

৭ জুলাই দিল্লির মেয়ে ২১ বছর বয়সী মিরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। গুরগাওয়ে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে পৃথক আমন্ত্রণপত্র। এখানে বলিউডের থাকবেন প্রথম সারির তারকারা।

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
জেএইচ/

** শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে
** ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড
** আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে
** শহীদের বিয়েতে তার সব নায়িকা
** শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে
** শহীদের বিয়েতে তার তিন মা
** বিয়ের কথা ভেবে শহীদের না
** শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা
** শহীদের বিয়ের অতিথি ও খাবারের মেনু
** শহীদের বিয়ের আগেই এতো কাণ্ড!
** মীরার জন্য শহীদের ২৩ লাখের আংটি
** বন্ধুদের ডিলিট করছেন শহীদের হবু বউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।