ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শেষকৃত্যে সেলফি নিয়ে বিরক্ত অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
শেষকৃত্যে সেলফি নিয়ে বিরক্ত অমিতাভ অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন সবার কাছেই মহাতারকা। তাকে সামনে পেলে এখন যে কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

এমনকি শেষকৃত্য অনুষ্ঠানেও দেখা গেলো সেই চিত্র! এ কারণে বিরক্ত ৭২ বছর বয়সী এই অভিনেতা।  

ক’দিন আগে প্রয়াত বন্ধুর শেষকৃত্যে গিয়েছিলেন অমিতাভ। কিন্তু সেখানে সেলফি তোলার আদিখ্যেতা দেখে বিচলিত হয়ে পড়েন তিনি। ফেসবুকে এ নিয়ে আপত্তিও জানিয়েছেন বিগ বি। তার ভাষ্য, ‘হঠাৎ করেই বন্ধুবিয়োগ হলো। দিল্লিতে ওর শেষকৃত্যে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি লোকজন সেলফি তুলছে। কী বিরক্তিকর!’

অমিতাভ আরও বলেছেন, ‘সেলফি যারা তুলছিলো, মৃত মানুষটার প্রতি কোনো শ্রদ্ধা নেই তাদের! যারা ওই মৃত মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন, শ্রদ্ধা নেই তাদের প্রতিও। ’

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।