ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঘুম আমার ক্ষমা করো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ঘুম আমার ক্ষমা করো! কেট ব্ল্যানচেট

গত বছর এডিথ ভিভিয়ান প্যাট্রিসিয়া নামের এক কন্যাশিশুকে দত্তক নেন কেট ব্ল্যানচেট। এরপর থেকে ঘুম হচ্ছে না তার! ‘ক্লান্তি আমার ক্ষমা করো’ গানের আদলে তিনি এখন গাইতেই পারেন- ‘ঘুম আমার ক্ষমা করো!’

কেট এখন ‘দ্য প্রেজেন্ট’ নামের একটি ছবির কাজে ব্যস্ত।

রাতে ভালো ঘুম না হওয়ায় এর মহড়া করতে গিয়ে ঝিমুতে হচ্ছে তাকে। ৪৬ বছর বয়সী এই অস্কারজয়ী ‍অভিনেত্রী জানান, ‘বাচ্চা বড় করাটা মজার হলেও মহড়াকক্ষে বসে মাঝে মধ্যেই ঢুলতে হচ্ছে! এটা একদিন দিয়ে ভালোই। শরীর নিস্তেজ থাকায় সহজেই ঘুম চলে আসে!’

কেট ও তার স্বামী অ্যান্ড্রু আপটনের আরও তিন সন্তান আছে। তারা হলো- ড্যাশিয়েল (১৩), রোমান (১০) এবং ইগনেটিয়াস (৭)।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।