ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহিদের বিয়ে : বরের জন্য ১০টি পোশাক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
শহিদের বিয়ে : বরের জন্য ১০টি পোশাক শহিদ কাপুর

বলিউড এখন শহিদ কাপুরের বিয়ের খবরে সয়লাব। তার জন্য জাঁকালো পোশাক ডিজাইন করেছেন কুনাল রাওয়াল।

তবে এক-দুটি নয়, দশটি পোশাক বানানো হয়েছে বরের জন্য।

২০০৬ সালে ল্যাকমে ইন্ডিয়া ফ্যাশন উইকের মাধ্যমে নজরে আসেন কুনাল। গত কিছুদিন সারাবেলা বন্ধু শহিদের পোশাক নিয়েই দিন কেটেছে তার। জানা গেছে, পোশাকগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরবেন তিনি। এর মধ্যে আছে কুর্তা, শেরওয়ানি, বন্ধগলা ও পশ্চিমা পোশাক।

শোনা যাচ্ছে, বিয়েতে শহিদ ও মিরার পোশাকের রঙ হবে একই। মিরা পরবেন অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক।

কাল মঙ্গলবার (৭ জুলাই) দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে সাতপাঁকে বাধা পড়বেন শহিদ। গুরগাঁওয়ের ওবেরয় হোটেলে হবে অনুষ্ঠান। বলিউডের এই তারকার বন্ধুরাও বিয়েতে নানা কাজে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
জেএইচ

**  শহিদের বিয়েতে ৫০০ অতিথি
** শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে
** ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড
** আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে
** শহীদের বিয়েতে তার সব নায়িকা
** শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে
** শহীদের বিয়েতে তার তিন মা
** বিয়ের কথা ভেবে শহীদের না
** শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা
** শহীদের বিয়ের অতিথি ও খাবারের মেনু
** শহীদের বিয়ের আগেই এতো কাণ্ড!
** মীরার জন্য শহীদের ২৩ লাখের আংটি
** বন্ধুদের ডিলিট করছেন শহীদের হবু বউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।