ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষেপে গেছেন শাকিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ক্ষেপে গেছেন শাকিরা শাকিরা

গান গেয়ে, মঞ্চ মাতিয়ে আর সংসার সামলেই দিন কাটিয়ে দেন না শাকিরা। রাজনীতির খোঁজখবরও ভালোই রাখেন।

বিশেষ করে লাতিন আমেরিকার বিষয়ে বেশ সজাগ থাকেন তিনি। তাই যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনান্ড ট্রাম্পকে একহাত নিলেন কলম্বিয়ান এই তারকা।

ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, মেক্সিকান উদ্বাস্তুদের কারণেই মার্কিন সীমান্তে মাদক সংক্রান্ত অপরাধ এবং ধর্ষণ বাড়ছে। তার এই মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন শাকিরা। ৩৮ বছর বয়সী এই গায়িকার মতে, এটা বিদ্বেষপূর্ণ এবং বর্ণবৈষম্যমূলক মন্তব্য।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শাকিরা বলেন, ‘এটা এমন একটা দেশকে বিভাজিত করার প্রচেষ্টা, যে দেশ বৈচিত্র আর গণতন্ত্রের সমর্থক। এই শতাব্দীতে যারা বাস করেন, তাদের এই অবহেলা সহ্য করা উচিত না। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।