ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘আনন্দমেলা’য় গাইলেন নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
‘আনন্দমেলা’য় গাইলেন নচিকেতা

বিটিভির এবারের ঈদ ‘আনন্দমেলা’য় সরাসরি গান গাইলেন ভারতীয় সংগীতশিল্পী নচিকেতা। ‘বৃদ্ধাশ্রম’, ‘নীলাঞ্জনা’, ‘অন্য প্রেমের গান’ এবং একটি গজল পরিবেশন করেন তিনি।



এ সময় নচিকেতা বলেন, ‘শিল্পী নচিকেতা কলকাতার হলেও আমার পৈতৃক ভিটা এ দেশের বরিশালে। তাই এই দেশের প্রতি, এ দেশের মানুষের প্রতি আত্মার টানটা আমার আজন্ম। তাছাড়া এই অনুষ্ঠানের উপস্থাপক আবেদ খান আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তার আমন্ত্রণেই এবার ঢাকায় আসা। আবার তার অনুরোধেই আনন্দমেলায় সরাসরি গান গাওয়া। ’

অনুষ্ঠানে নচিকেতার একাধিক গানের একটি কোলাজও থাকছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। সমš^য় করেছেন এম এস রানা। ঈদের দিন রাতে বিটিভিতে প্রচার হবে ‘আনন্দমেলা’।



বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।