ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সকালেই হলো শহিদ-মিরার বিবাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
সকালেই হলো শহিদ-মিরার বিবাহ মিরা রাজপুত ও শহিদ কাপুর

অবশেষে চার হাত এক হয়ে গেলো। শহিদ কাপুর ও মিরা রাজপুত এখন মিস্টার ও মিসেস কাপুর।

ঘনিষ্ঠ বন্ধুরা জানান, গুরগাঁওয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় সাতপাকে বাঁধা পড়েছেন তারা। পাঞ্জাবি রীতিতে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা। এখানে শুধু কাছের বন্ধু আর পরিবারের সদস্যরাই ছিলেন।

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিলো, দ্য ওবেরয় হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। কিন্তু তারা মালাবদল করেছেন শহিদের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে। জানা গেছে, বিয়েতে ছিলেন প্রায় ৪০ জন অতিথি।

৩৪ বছর বয়সী এই তারকা ও ২১ বছর বয়সী মিরা বিয়ের পর রওনা দিয়েছেন গুরগাঁওয়ের উদ্দেশে। সেখানে ওবেরয় হোটেলে ৫০০ অতিথির সামনে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

ওবেরয়ের পাশাপাশি ট্রাইডেন্ট হোটেলে আছেন অতিথিরা। আগামী ১২ জুলাই মুম্বাইয়ে রয়েছে আরেকটি অায়োজন।

চলতি বছরের শুরুতে শহিদ ও মিরার বাগদান হয়। তাদের দুই পরিবারই ধর্মীয় সংগঠন রাধাস্বামী সতসংয়ের একনিষ্ঠ ভক্ত। সেখানেই মিরাকে প্রথম দেখে পছন্দ হয় শহিদের।

* বিয়ের সংগীতে নাচলেন শহিদ-মিরা
* শহিদ-মিরার বিবাহ : অতিথিরা হাজির
* শহিদের বিয়ে : বরের জন্য ১০টি পোশাক
**  শহিদের বিয়েতে ৫০০ অতিথি
** শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে
** ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড
** আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে
** শহীদের বিয়েতে তার সব নায়িকা
** শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে
** শহীদের বিয়েতে তার তিন মা
** বিয়ের কথা ভেবে শহীদের না
** শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা
** শহীদের বিয়ের অতিথি ও খাবারের মেনু
** শহীদের বিয়ের আগেই এতো কাণ্ড!
** মীরার জন্য শহীদের ২৩ লাখের আংটি
** বন্ধুদের ডিলিট করছেন শহীদের হবু বউ

বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বিএসকে/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।