ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টানা ছয় রাত লিজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
টানা ছয় রাত লিজা লিজা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লিজা কণ্ঠশিল্পী। তবে সাপ্তাহিক কিংবা বিশেষ দিনের অনুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি।

এবারের ঈদেও তাকে উপস্থাপনের আসনে পাওয়া যাবে, তবে এক-দুই নয়, টানা ছয় দিন।

ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত মাছরাঙা টিভি প্রচার করবে ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’। ছয়দিনই ‘রাঙা রাত’-এর হাল ধরতে উপস্থাপকের চেয়ারে বসে যাবেন লিজা।

অনুষ্ঠানের প্রথম দিন গান গাইবেন হৃদয় খান। পরদিন থাকবেন কনকচাঁপা ও মনির খান। পেন্টাগন ব্যান্ডের পরিবেশনা থাকবে তৃতীয় দিন। রাফা, এলিটা, হাসান ও আলিফ গাইবেন ইংরেজি গান, চতুর্থ দিন। পঞ্চম দিন গাইবেন অপু, স্বরলিপি, শামীম ও সুপ্তিকার। শেষ দিন থাকবে সায়ানের গান।

প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলবে ‘রাঙা রাত’। প্রযোজনায় জাবেদ ইকবাল তপু।



বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।