ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিরাটের সঙ্গে আফ্রিকার বনে আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বিরাটের সঙ্গে আফ্রিকার বনে আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা

হৃতিক রোশনের মতো আনুশকা শর্মাও ছুটি কাটাতে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তবে একা নন, প্রেমিক বিরাট কোহলিকে নিয়ে দু’সপ্তাহের জন্য ক্রুগার ন্যাশনাল পার্কে বেড়াতে গেছেন বলিউডের এই অভিনেত্রী।

এর কাছে সাবি সাবি আর্থ লজে থাকছেন দু’জনে।

ইনস্টাগ্রামে জঙ্গলের পাশে এক সুইমিং পুলের সামনে বিশ্রাম নেওয়ার ছবি দিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বন্য পরিবেশে বিশ্রাম নিচ্ছি। কি শান্তি!’

ব্যস্ত সময়সূচি থেকে একটু ফুরসত পেয়েই দক্ষিণ আফ্রিকার অরণ্যে ঘুরছেন আনুশক‍া-বিরাট। তারা অন্তত দুই সপ্তাহ সেখানে থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।