ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শহিদের বিয়েতে দাওয়াত পাননি কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
শহিদের বিয়েতে দাওয়াত পাননি কারিনা কারিনা কাপুর খান ও শহিদ কাপুর

শহিদ কাপুরের বিয়ে খবরের শিরোনামে আসার পর থেকে অতিথি তালিকা, খাবারের মেন্যু, ভেনু ও অন্যান্য বিষয়ে জল্পনা চলছিলো। গুঞ্জন উঠেছিলো বিয়েতে প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খান ও তার জীবনসঙ্গী সাইফ আলি খানকে আমন্ত্রণ জানাবেন বলিউডের এই অভিনেতা।

তবে বেবো (কারিনার ডাকনাম) এই গুঞ্জন উড়িয়ে জানান, বিয়েতে দাওয়াত পাননি তিনি।

শহিদের দাওয়াত দেওয়া-না দেওয়া নিয়ে সংবাদমাধ্যমে যে মুখরোচক ব্যাপার-স্যাপার ঘটছে তা নিয়ে বিরক্ত কারিনা। তিনি বলেছেন, ‘আশা করি শহিদ ভালো আছে। সাইফও হয়তো ওকে শুভকামনা জানাচ্ছে। বিয়ে খুব সুখকর একটা বিষয়। এর অনুভূতি অন্যরকম। এই মুহূর্তটা ওর জন্য সুখের। এটাকে নাটক বানিয়ে ফেলবেন না। ’

তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে পরিস্থিতি বুঝতে হবে। আশা করি, সংবাদমাধ্যম এটা বুঝতে পারবে। এটা (শহিদের বিয়ে) কোনো ছবি নয়। আমার জীবনও নাটক নয়। আমি সত্যিকার অর্থেই ওর সংসার জীবনের সুখ আর আনন্দ কামনা করি। ’

এর আগে কারিনা জানান, সম্প্রতি একই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের ফাঁকে শহিদ তাকে বিয়ের খবর দেন। তখনও সংবাদমাধ্যমে এটা জানাজানি হয়নি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) স্বল্প পরিসরে পারিবারিকভাবে দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেছেন শহিদ।

বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।